মাহমুদুল্লাহ রিয়াদ ব্যুরো প্রধান ময়মনসিংহ।
প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্বেই অর্জিত হয়েছে দেশের স্বাধীনতা। রোজগার্ডেন থেকে নানা লড়াই-সংগ্রাম আর চড়াই-উৎরাই পেরিয়ে শুক্রবার (২৩ জুন) ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দলটি।
বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক দলটির নেতৃত্বেই ২০৪১ সাল নাগাদ একটি সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক ও উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
আজ শুক্রবার (২৩ জুন ২০২৩) তারিখ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা ও কেককাটা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের বক্তব্য তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দলটির প্রতিষ্ঠা বাষিকী পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আয়োজনে সকাল ৮ঃ১৫ ঘটিকায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের শিব বাড়িস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন হয়। সকাল ৮ঃ৩০ ঘটিকায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
আজ বেলা ৩ঃ৩০ ঘটিকায় রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে জমায়েত এবং তৎপরবর্তী সময়ে আনন্দ শোভাযাত্রা নিয়ে সহকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কোয়ারে গিয়ে সমাপ্ত হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সম্মানিত সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় কর্মসূচী সমূহকে সাফল্য মণ্ডিত করতে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এবং ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীগন উপস্থিত ছিলেন।