শহিদুল ইসলাম জি এম মিঠন,নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় শ্যালো ইঞ্জিনচালিত দুটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। এদূর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মর্মান্তিক এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুর দেরটারদিকে
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড় এলাকায়।
নিহত গরু ব্যবসায়ী হলেন, নওগাঁর মান্দা উপজেলার হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে সাহাবুদ্দীন বাবু (৩৭)। এসময় গরু বহনকারি ভুটভুটির চালক বাবুল হোসেন (৩৪) গুরুতর আহত হলে স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে ভর্তি করিয়েছেন। স্থানিয় সুত্র জানান, শুক্রবার দুপুর দেরটার দিকে গরুবাহী একটি ভুটভুটি গরুর হাটে যাচ্ছিলেন, একই সময় হাটে গরু পৌছেদিয়ে অপর একটি ভুটভুটি দ্রুত গতীতে হাট থেকে ফিরছিলেন। পথে ঘটনাস্থলে পৌছে দুটি ভুটভুটি মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে এসময় একজন গরু ব্যবসায়ী নিহত হোন এবং ভুটভুটির চালক গুরুতর আহত হোন। স্থানিয়রা ঘটনাটি মান্দা থানা পুলিশ কে জানিয়ে ঘটনাস্থল থেকে গুরুতর আহত ভুটভুটি চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।