শহিদুল ইসলাম জি এম মিঠন ব্যুরো প্রধান নওগাঁ জেলা
নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ ”ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ আইজিপির” বিশেষ পুরস্কার লাভ করেছেন।
শনিবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত পুলিশের মাসিক কল্যাণ সভায় নওগাঁ জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এর হাতে ”আইজিপির” পাঠানো পুরস্কার নগদ ১০ হাজার টাকা হস্তান্তর করেন।
উল্লেখ্য, নওগাঁর মহাদেবপুরে একটি ক্লুলেস ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার রহস্য দ্রুত উদঘাটন ও ছিনতাই করা টাকা উদ্ধার সহ জড়ীত ৬ জন ছিনতাইকারিকে গ্রেফতার করার জন্য মহাদেবপুর থানা পুলিশ টিমকে এই পুরস্কার দেয়া হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, গত ১৬ মার্চ বিকেলে মহাদেবপুর থানাধীন রাইগাঁ ইউনিয়ন এর বেলট গ্রামের আব্দুল জব্বার নামে এক ধান ব্যবসায়ী পত্নীতলা থানাধীন নজিপুর পৌর শহরের একটি ব্যাংক থেকে ১৪ লাখ ১০ হাজার টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে মাতাজিহাট টু মহাদেবপুর পাকা সড়কের বেলট মোড় নামক স্থানে পৌছালে এসময় দুটি মোটরসাইকেল যোগে হেলমেট পরা ৪ জন ছিনতাইকারী পিছন দিক থেকে এসে কৌশলে তার গতিরোধ করে ঐ ধান ব্যবসায়ীর চোখে মুখে মরিচের গুঁড়ো ছিটিয়ে টাকার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় ছিনতাই কারির দল। এব্যাপারে থানায় মামলা দায়ের করার পরই মহাদেবপুর থানা পুলিশ নওগাঁ, জয়পুরহাট, বগুড়া ও দিনাজপুর জেলায় পৃথক অভিযান চালিয়ে ছিনতাই ঘটনার সাথে জড়িত মোট ৬ জন (ছিনতাইকারী) ডাকাতকে গ্রেফতার করেন এবং গ্রেফতারকৃত ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত নগদ টাকা ও ডাকাতি কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করেন।
এই ঘটনায় প্রাথমিক কোন ক্লু না থাকার পরও মহাদেবপুর থানা পুলিশ অত্যাধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে জড়ীতদের শনাক্ত করতে সক্ষম হয়। মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ প্রমুখ এর নেতৃত্ব পৃথক অভিযানে জড়ীতদের গ্রেফতার পূর্বক ছিনতাইকৃত টাকা উদ্ধার করেন মহাদেবপুর থানা পুলিশ।
এরআগে গত বছর আরও একটি ক্লু’লেস ডাকাতির ঘটনা উদঘাটনের জন্য মহাদেবপুর সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার) জয়ব্রত পাল রাজশাহী রেঞ্জের মধ্যে শ্রেষ্ট পুলিশ কর্মকর্তা এবং গত মার্চ মাসে নওগাঁ জেলার ১১ উপজেলার মধ্যে মহাদেবপুর থানা শ্রেষ্ঠ থানা এবং জয়ব্রত পাল, মোজাফফর হোসেন ও আবুল কালাম আজাদ শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে নির্বাচিত হোন।