শহিদুল ইসলাম জি এম মিঠন, স্টাফ রিপোর্টারঃ
নওগাঁয় নিখোঁজ হওয়ার এক সপ্তাহ পর সোমবার ২৬ জুন সাকিব হোসেন (১৪) নামে মাদ্রাসা পড়ুয়া এক ছাত্রের মৃতদেহ ব্রীজের নিচে জঙ্গলের ভেতর থেকে উদ্ধার করেছে নওগাঁর বদলগাছী থানা পুলিশ। নিহত সাকিব হোসেন নওগাঁর মহাদেবপুর উপজেলার ফতেপুর গ্রামের আলতাফ হোসেন এর ছেলে ও ফতেপুর মাদ্রাসার ৮ম’ শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থী।
স্থানিয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৯ জুন সোমবার দুপুর ২টারদিকে মাদ্রাসা ছাত্র সাকিব তার দুলাভাইকে বাড়ির চাবি পৌছে দিতে বাড়ি থেকে তার বাবার ব্যাটারী চার্জার চালিত ভ্যাননিয়ে মাতাজীহাট যান। এরপর থেকে চার্জার ভ্যান সহ সাকিব নিখোঁজ হোন। নিখোঁজ হওয়ার পর থেকে তার দরিদ্র বাবা-মা পাগলের ন্যায় একমাত্র ছেলে সন্তানকে খুঁজে বেড়াচ্ছিলেন। বাবা ও মার পাশাপাশি স্বজন সহ প্রতিবেশীরাও বিভিন্ন ভাবে খোঁজছিলেন সাকিব কে।
স্থানিয় সুত্র জানায়, এরিমাঝে বুধবার সাকিবের নিয়ে যাওয়া চার্জার ভ্যানটি (ব্যাটারী বিহীন)
উদ্ধার হয়।
সোমবার ২৬ জুন সকালে মাতাজীহাট-বর্ষাইল পাকা সড়কের বদলগাছী উপজেলার (গাবনা) ভূবন নামক স্থানে ব্রিজের নিচে তার মৃতদেহ দেখতে পায় লোকজন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছান বদলগাছী থানা পুলিশ।
মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছার পরই উদ্ধারকৃত মৃতদেহটি মাদ্রাসা ছাত্র সাকিবের বলে শনাক্ত করেন তার স্বজনরা। ঘটনাস্থলে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অন্তে মৃতদেহটি উদ্ধার পূর্বক নওগাঁ সদর হাসপাতাল মর্গে নিয়ে ময়না তদন্ত শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। চার্জার ব্যাটারী চালিত ভ্যানের ব্যাটারী চুরি করার জন্য অজ্ঞাত চোর চক্র বা ছিনতাইকারী চক্রের সদস্যরা মাদ্রাসা পড়ুয়া কিশোর ছাত্র সাকিব কে হত্যা করার পর মৃতদেহটি ব্রীজের নিচে জঙ্গলের ভেতর ফেলে দিয়ে চার্জার ভ্যানটির সব ব্যাটারী গুলো খুলেনিয়ে পালিয়ে যান এমন ধারনা করছেন গ্রামের লোকজন সহ নিহতের স্বজনরা। মাদ্রাসা পড়ুয়া ছাত্র সাকিব এর মৃত্যুর ঘটনায় স্বজন সহ গ্রাম তথা এলাকা জুড়ে লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া।