আব্দুর রউফ ভূঁইয়া: ব্যুরো প্রধান কিশোরগঞ্জ।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ খোকন (৩৫), মোঃ উজ্জ্বল মিয়া (৩২), মোঃ সোহেল (৩০), মোঃ রুবেল (৩২), মোছাঃ রোকেয়া বেগম (৪০) নামের পাঁচ মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ২৫ জুন সন্ধ্যা ০৬:৩০ মিনিট ও রাত ১১:৪০ মিনিটের সময় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈরব পঞ্চবটি ও ভৈরব উপজেলার গোছামারা পূর্ব পাড়া এলাকায় মাদক দ্রব্য ইয়াবা ও হেরোইন বিক্রয় করার সময় তাদের কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭৫ পুরিয়া হেরোইন,৩০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ খোকন (৩৫) ভৈরব উপজেলার পঞ্চবটি বউবাজার এলাকার মৃত কাদির বাবুর্চির ছেলে, মোঃ উজ্জ্বল মিয়া (৩২) পঞ্চবটি পুকুরপাড় এলাকার মৃত বাহার মিয়ার ছেলে, মোঃ সোহেল (৩০) ভৈরব আমপারা এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে, মোঃ রুবেল (৩২) ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকার মোঃ রঘু মিয়ার ছেলে, মোছাঃ রোকেয়া বেগম (৪০) ভৈরব উপজেলার গোসামারা পূর্বপাড়া সরকার বাড়ি এলাকার মোঃ জসিম উদ্দিন এর স্ত্রী।
পুলিশ জানায় গত রবিবার ২৫ জুন জেলা গোয়েন্দা শাখা কর্তৃক মাদকদ্রব্য উদ্ধার অভিযান কালে এসআই (নিরস্র) মোঃ জুয়েল মিয়া, সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ও এস আই (নিরস্ত্র) ফারুক আহমেদ সঙ্গীয় নারী অফিসার্স ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীদের কে গ্রেপ্তার করে এবং মাদক ব্যবসায়ীদের নিজ হাতে বের করে দেওয়া ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫ পুরিয়া হেরোইন উদ্ধারপূর্বক সন্ধ্যা ০৬:৩০ মিনিটের সময় ও রাত ১১:৪০ মিনিটের সময় জব্দ করেছে।
এ বিষয়ে পুলিশ সংবাদ মাধ্যম কে জানায় গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশকে জানায় তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট, হেরোইন ক্রয় করে এনে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা ও আশেপাশের এলাকা গুলোতে বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ পৃথক পৃথক ভাবে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।