ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় সুনামগঞ্জ -১ আসনের এমপি মোয়াজ্জেম হোসেন রতনের নিজ ইউনিয়ন পাইকুরাটির বাদশাগঞ্জ বাজারে আওয়ামীলীগের এক আংশের নেতাকর্মীরা তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল রবিবার বিকালে করেছে। উল্লেখ্য সুনামগঞ্জ ১ আসনের সাংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি বাদশাগঞ্জ আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে বসে এক ঘরুয়া আলোচনায় বিভিন্ন মতের নেতা কর্মীদের বা ভিন্ন গ্রুপের নেতা কর্মীদের পিঠানো হবে। যারা পিটাবে আমার অনুসারী নেতাদের ১ লক্ষ্য টাকা বখশিষ দিব ।এই হুমকির প্রতিবাদে আজ বিকাল ৪ ঘটিকায় নানান স্লোগানে এক বিক্ষোভ মিছিল শেষে সেলবরষ ইউনিয়নের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিল পরবর্তী আলোচনায় সভায় বক্তব্য রাখেন,ধর্মপাশা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, ধর্মপাশা উপজেলা যুবলীগের সহসভাপতি এম আর খান পাঠান, প্রচার প্রকাশনা সম্পাদক রেজাউল করিম তপন সহ সেলবরষ আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা।
বক্তব্যে নেতাকর্মীরা বলেন গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিরুদ্ধে তার আপন ভাই মোজাম্মেল হোসেন রোকনকে দার করিয়ে শামীম আহমেদ মুরাদের নৌকা ডুবিয়ে দিয়েছে। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার নিজ ইউনিয়ন পাইকুরাটিতে এম এম এ রেজা পহেলের নৌকা সপরিবারে বিরুদ্ধে নামিয়ে নৌকা ডুবিয়েছে অল্প ভোটের ব্যবধানে। তাকে যাতে নৌকার মনোনয়ন না দেয় মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামিলীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দাবি জানানো হয়।
এ ব্যাপারে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ফোনে একাধিক বার কলদিলেও প্রতিবেদক ফোন ধরেননি।