গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত দুই মেয়রদের আজ শপথ বাক্য পাঠ করান,পাশাপাশি সিটি কর্পোরেশনের নবনির্বাচিত উন্সিলরদের শপথ বাক্য পাঠ করান পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় হয়। আগামী পাঁচ বছরের জন্য শপথ নিয়েছেন তারা।
গত ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়। সিলেট সিটিতে বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন মোঃ
আনোয়ারুজ্জামান চৌধুরী।ও
রাজশাহীতে এ এইচ এম খায়রুজজামান লিটন।
এর আগে সোমবার সকালে শপথ নেন বরিশাল, খুলনা ও গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নবনির্বাচিত মেয়র। গত ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হয়।
এ.এম.সারোয়ার জাহান/দেশবাংলা প্রতিদিন