ভাঙনের মধ্যেও চেষ্টা করে ব্যার্থ তাওহিদ হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ভরাডুবি হওয়ার প্রধান কারণ মূলত বৃষ্টি আর বাজে ব্যাটিং।
সংবাদ সম্মেলনে উইকেটের আচরণের কথাই তুললেন তাওহিদ হৃদয়। সাথে তিনি কৃতিত্ব দিলেন আফগান বোলারদের।
তিনি বলেন, ‘আমরা এখান থেকে অবশ্যই খুব ভালোভাবে ফিরে আসতে পারবো।ছোটখাটো ভুলগুলো কমাতে পারলে,ঘুরে দাঁড়িয়েও সিরিজ জেতা অসম্ভব কিছু নয়। আজকে আমাদের সেরাটা দেয়া সম্ভব হয়নি।তার মানে এই না যে কখনই সম্ভব হবেনা।দুতিনজন ঘুড়ে দাঁড়ালেই সম্ভ
তার মতে, ‘এর আগেও তো ওদের বোলিংয়ের বিপক্ষে খেলেছি। তখন কেউ না কেউ খেলে দিয়েছিল। শেষ সিরিজে যেমন মিরাজ ভাই এবং আফিফ খেলেছিল। আমাদের আজও মনে হচ্ছিল কেউ না কেউ খেলে দেবে। লোয়ার অর্ডার থেকে ভালো একটা জুটি হবে। সেটা আজ হয়নি।’
তিনি আরো বলেন, ‘ সবাই পরিণত। জাতীয় দলে অনেকেই অনেক দিন ধরে আছে। সবাই অভিজ্ঞতাসম্পন্ন। আমরা ড্রেসিংরুমে কথা বলি,নিজেরা নিজেদের সমর্থন দিই আমরা। আমাদের বিশ্বাস, এই জায়গা থেকে আমরা ফিরে আসব ইনশাল্লাহ ।’
হৃদয় উইকেট প্রসঙ্গে বলেন, ‘উইকেট কঠিন ছিল না। কিন্তু শুরুর দিকে বল নিচু হয়ে আসায় সমস্যা তৈরি হয়। বাউন্স দুই রকম ছিল। আমরা যদি আরও ভালো করতাম, তাহলে খেলার চিত্রটা অন্যরকম হতো। সবদিক বিচার করলে আমাদের ব্যাটিং আশানুরুপ ভালো নুসরাত জাহান/দেশ বাংলা প্রতিদিন