বঙ্গবন্ধু কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামীলীগ সরকার লম্বা সময় ক্ষমতায় থাকার কারণে বাংলাদেশের জনগণ উন্নয়নের ছোয়া পেয়েছে, ১৫ নভেম্বর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে ২০২২এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক ভার্চুয়ালি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন, তিনি আরো বলেন যেকোনো সরকারের আমল থেকে,আওয়ামীলীগ সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছে,খাদ্য, রাস্তাঘাট,বিদ্যুৎতে আমরা স্বয়ংসম্পূর্ণ,শিক্ষা খাতে আমরা অনেক এগিয়ে গিয়েছি, বিশ্ব বাজারের অর্থনৈতিক সঙ্কটের পাশাপাশি আমাদের দেশেও সেই প্রভাব পড়েছে,এই সংকট মোকাবেলায় আমরা কাজ করে যাচ্ছি,আমাদের বিদেশের ওপর নির্ভরশীলতা কমাতে হবে,দেশেই আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে হবে, সেজন্য সবাইকে কৃষি কাজে মনযোগী হতে হবে,বাংলাদেশ যেভাবে উন্নয়ন হচ্ছে,যদি আমরা সবাই মিলে নিজেদের দেশে উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদের দেশ আরো বেশি উন্নত হবে,২০৪১ সালের মধ্যে পরিপূর্ণ উন্নত বাংলাদেশ গড়ে তোলাই হচ্ছে আওয়ামীলীগ সরকারের উদেশ্য ও লক্ষ। নিবেদিত সাহসিকতার সঙ্গে দেশ সেবায় কাজ করার জন্য ৪ ক্যাটাগরিতে ৪৫জন ফায়ার ফাইটারকে পদক বিতরণ করা হয়,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর পক্ষে পদকগুলো তুলে দেন।অনুষ্ঠানে আরও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন,। সাহসিকতা ঝুকিপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ২০২২সালের পদকপ্রাপ্তদের তালিকা।
০১/মোঃ রবিউল ইসলাম,ফায়ার ফাইটার,
০২/মোঃ ফরিদুজ্জামান, ফায়ার ফাইটার, ০৩/মোঃ শফিউল ইসলাম, ফায়ার ফাইটার,০৪/মোঃনূরুল ইসলাম, উপসহকারী পরিচালক,০৫/মুহাম্মদ আবুসায়েম মাসুম, সিনিয়র স্টেশন অফিসার,০৬/একে এম লতিফফুল ইসলাম বারাী, স্টেশন অফিসার,০৭/মোহ আবুল হোসেন,লিডার,০৮/ফাহাদ ভূইয়া, ফায়ার ফাইটার।০৯/মোহাম্মদ গোলাম মোস্তফা, ফায়ার ফাইটার,১০/মোঃ আরমান,ডুবুরি।১১/ মোঃ দুলাল মিয়া,উপপরিচালক, এম্বুলেন্স সার্ভিস কুইজ।১২/মোঃ রায়হান, স্টেশন অফিসার, ১৩/দোলন আচার্য, ওয়্যার হাউজ, ইন্সপেক্টর, ১৪/মোঃ মানিক মিয়া, লিডার, ১৫/মনজুরুল কাদির, লিডার,১৬/মোঃ রাব্বি,ফায়ার ফাইটার,১৭/মোঃ সুজন,ফায়ার ফাইটার, ১৮/মোঃ রনি বিশ্বাস,ফায়ার ফাইটার,১৯/জুয়েল রানা,ফায়ার ফাইটার,২০/মোঃলুৎফর,ফায়ার ফাইটার,২১/মোঃ মিঠু দেওয়ান,ফায়ার ফাইটার,২২/মোঃএমরান হোসেন মজুমদার,২৩/নিপুণ চাকমা লিডার,২৪/রনি মিয়া,ফায়ার ফাইটার,২৫/আলাউদ্দিন,ফায়ার ফাইটার, ২৬/শাকিল তরফদার, ফায়ার ফাইটার,২৭/রমজানুল ইসলাম,ফায়ার ফাইটার,২৮/সালাউদ্দিন কাদের চৌধুরী, ফায়ার ফাইটার,২৯/গাউসুল আজম,ফায়ার ফাইটার, ৩০/মনিরুজ্জামান,নার্সিং অ্যাটেনটেড,৩১/মুহাম্মদ বজলুর রশিদ, উপসহকারী পরিচালক,৩২/মোঃশফিকুল ইসলাম,স্টেশন অফিসার,৩৩/আশেক আল মারুফ,স্টেশন অফিসার,৩৪/শহিদুল ইসলাম, লিডার,৩৫/মোঃ তাজউদ্দীন,ফায়ার ফাইটার,৩৬/লিটন চন্দ্রপাল,ফায়ার ফাইটার,৩৭/মোঃ রুবেল,ফায়ার ফাইটার,৩৮/মোঃ মাজেদুল ইসলাম,ফায়ার ফাইটার,৩৯/রাজিব হোসেন,ডুবরী,৪০/মোঃফয়সাল,ডুবরি,৪১/আনন্দহোমন,ডুবরি,৪২/মোঃ কাইয়ুম, ডুবরি,৪৩/মোঃরিপন,ডুবরি,৪৪/মোঃ জুম্মন আহমেদ, ডুবরি,৪৫/মোঃ মান্না মিয়া,,