করতে আমরা কাজ করছি।
সোমবার (২৪ জুলাই) দুপুরে আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
এ সময় ফোরলেন প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আশাবাদী এবং দ্রুত অবকাঠামো দিতে পারলে এই প্রকল্প থেকে অর্থনৈতিক ভূমিকার পাশাপাশি জনগণ উপকৃত
হবে।
প্রণয় কুমার ভার্মা জানান, এলওসির অধীনে ভারত-বাংলাদেশের মধ্যে বেশ কিছু ভবিষ্যত উন্নয়ন প্রকল্পের কাজ চলমান আছে। তারমধ্যে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত ফোরলেন এবং আখাউড়া
তিনি বলেন, চলমান কাজগুলো শেষ হলে দুই দেশই এর সুফল ভোগ করতে পারবে। অর্থনীতি ও বাণিজ্যিকভাবে লাভবান হবে। পাশাপাশি দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক
আরো বেগবান হবে।
এ সময় ভারতীয় হাইকমিশনার দুই দেশের পারস্পরিক সহযোগিতায় চলমান উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করার ওপর গুরুত্বারোপ করেন।
হাই কমিশনার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ ও সদর উপজেলায় নির্মাণাধীন ফোরলেন প্রকল্পের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং আশুগঞ্জ নদী বন্দর ও আখাউড়া স্থল বন্দর পরিদর্শন করেন।
প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন উপস্থিত ছিলেন।
এছাড়া আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) কাজী তাহমিনা সারমিন ও আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।