অনেক দিন ধরে মালোশিয়ায় বিভিন্ন জাতীয় রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণার পর গত১৯ নভেম্বর মালোশিয়ায় জাতীয় নির্বাচনে সকাল থেকেই ভোট গ্রহণ শুরু হয়েছে, ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা বজায় রেখে ভোট দিয়েছেন, অনেক এলাকায় দেখা গেছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরা দলীয় পতাকা নাড়িয়ে
ভোটারদের উৎসাহীত করেছেন ভোট প্রদানের জন্য। মালোশিয়া জাতীয় নির্বাচনে যে রাজনৈতিক দল গুলো অংশ নিয়েছে, তাদের মধ্যে আনোয়ার ইব্রাহিমের দল 🌷পাকাতান হারাপান/ অংশ নিয়েছেন গাম্বু গান পার্টি 🌷মালোশিয়ার প্রাচীন দল ব্যারিসান ন্যাশনাল /ও প্যারিকটান ন্যাশনাল জোট /সাবাহ পিপলস কোয়ালিশন পার্টি/স্বদেশ আন্দোলন পার্টি /ও ইনডিপেনডেন্স পার্টি। এপর্যন্ত মোট ফলাফল অনুযায়ী পাকাতান হারাপান পেয়েছেন ৪২টি
আসন,/ প্যারিকটান দল পেয়েছেন ৭৩ টি আসন/ ব্যারিসান ন্যাশনাল দল পেয়েছেন ৩০টি আসন/G PS দল পেয়েছেন ২২টি আসন। এবং অন্যান্য কোনো জোট কোনো আসন পাননি। বর্তমান মালোশিয়া জাতীয়
নির্বাচনের এই পরিস্থিতিতে একক ভাবে সরকার গঠন করা কোনো রাজনৈতিক দলের দ্বারা সম্ভব না,একক ভাবে সরকার গঠনের জন্য ১১২টি আসন প্রয়োজন,,,, যা এখনো কোনো রাজনৈতিক দল একক ভাবে ১১২ টি আসন পায়নি,তাই বর্তমানে মালোশিয়ায় জাতীয় সরকার গঠনের জন্য সকল রাজনৈতিক দলের প্রধান নেতারা জাতীয় ঐক্য জোট সরকার গঠনের জন্য আলোচনা চলছে