মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দল,একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় অনেক আলোচনা অপেক্ষা প্রহরের পর বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম দেশটির দশম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, স্থানীয় সময় বিকেল পাঁচটায় তিনি শপথ গ্রহণ করবেন সুলতান আব্দুল্লাহ ২৪/১১/২০২২/খ্রিষ্টাব্দ বৃহস্পতিবার তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, ১৯ই নভেম্বর শনিবার দেশটিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে কোনো রাজনৈতিক দল একক
সংখ্যাগরিষ্ঠতা পায়নি,অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে হলে১১২ টি আসনে জয়লাভ করতে হবে,, কিন্তু কোনো রাজনৈতিক দল একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি, এই নির্বাচনে আনোয়ার ইব্রাহিম এর দল পাকাতান হারাপান জোট সর্বোচ্চ ৮২ টি আসন পেয়েছেন, অন্যদিকে প্যারিকসান ন্যাশনাল জোট পেয়েছে ৭৩ টি আসন, বর্তমান ক্ষমতাসীন জোট নির্বাচনে ৩০টি আসন পেয়েছে,অনেক জল্পনা-কল্পনার পর রাজনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব পড়ে সুলতান আব্দুল্লাহর ওপর,তিনি
সকল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসে আলোচনা করেন এবং জোট সরকার গঠনের প্রস্তাব দেন, সকল দলের সাথে আলোচনার পর সুলতান আব্দুল্লাহ বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার পরবর্তী নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক ঘাত প্রতিঘাত পাড়ি দিতে হয়েছে এই নেতাকে অবশেষে সকল প্রতীক্ষার পর
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিম,১৯৯০সালে তিনি উপ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন, আর এখন ২০২২ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিচ্ছেন,নিবেদিত প্রাণ হয়ে মালোশিয়ার জনগণের জন্য কাজ করে যাবেন এটাই সকলের প্রত্যাশা।