টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের
পক্ষ থেকে শোকাবহ আগস্টের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ শনিবার দুপুরে টুঙ্গিপাড়া
পৌঁছে সংগঠনের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সাথে নিয়ে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ
মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদন শেষ তারা কিছুক্ষণ নিরবে বেদীর পাশে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধুর অম্লান স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। এরপর
শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সুখ, শান্তি এবং সমৃদ্ধি জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
শ্রদ্ধা নিবেদনের সময় প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা
পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক
সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিল ভূইয়া, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক
ইউনিয়নের কোষাধ্যক্ষ খায়েরুজ্জামান কামাল, সদস্য নূরে জান্নাত আক্তার সীমা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।।
তারা বঙ্গবন্ধু সমাধিসৌধের প্রশাসনিক ভবনে যান । সেখানে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা
ইকবাল সোবহান চৌধূরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ,
সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ/
/এ,এম সারোয়ার জাহান/ দেশবাংলা প্রতিদিন