গোলাম সারোয়ার, ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো প্রধান /
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসারে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে।
রোববার (৬ আগস্ট) রাতের কোনো এক সময়ে ওই আবেদন কেন্দ্রের পেছন দিকের গ্রিল কেটে চোরেরা এ কাণ্ড ঘটিয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
ওসি জানান, চোরেরা ওই ভিসা আবেদন কেন্দ্রের পেছন দিকের গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ পাঁচ হাজার টাকা, চারটি
বায়োমেট্রিক পেনড্রাইভ ও সিসি ক্যামেরার ডিভাইস চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভিসা আবেদন সেন্টারের ইনচার্জ সবুর আলী
বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা করেছেন।
ঘটনার খবর পেয়ে সোমবার (৭ আগস্ট) সকালে জেলার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেনের নেতৃত্বে একদল পুলিশ
ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেছেন