দিনাজপুরের ঘোড়াঘাটে ইসমাইল (৩২) নামে এক যবুকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি পেশায় একজন শ্রমিক।
রোববার (২৭ নভেম্বর) সকাল ৮টায় উপজেলার লালমাটি (চককাঁঠাল) এলাকার একটি ভুট্টাক্ষেত থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইসমাইল একই উপজেলার ঋষিঘাট এলাকার মৃত আব্দুল রশিদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানাযায়, ইসমাইল ঢাকায় ভেকুর চেইন মিস্ত্রি হিসাবে কাজ করত এবং নেশার প্রতি তার ঝোক ছিলো অনেক। গত পাঁচ দিন আগে সে ঢাকা থেকে নিজ বাড়ি ঘোড়াঘাটে আসে।গতকাল রাতে সে তার ফুফু শাশুড়িকে বলে, ‘আমি ইঁদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছি। সকালে এসে তোমরা আমার লাশ নিয়ে যেও।’এরপর থেকে তার স্বজনরা তাকে খোঁজখুঁজি শুরু করে। পরে আজ সকালে রোপনকৃত ভূট্টা ক্ষেতে তার মরদেহ পাওয়া যায়।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হোসেন কবির বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রস্তুত করি।মরদেহ দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা আসলেই আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।