সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় রবি মৌসুমে বোরো ধানের হাইব্রীড বীজ ও উচ্চ ফলনশীল সবজি সহ সরিষার বীজ বিনামূল্যে বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার (পহেলা ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দঃ ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সার্বিক সহযোগীতায় বংশীকুন্ডা দঃ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে বিনামূল্যে এ বীজ বিতরণের কর্মসূচী পালন করা হয়।
২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কলন বৃদ্ধির লক্ষ্যে বংশীকুন্ডা দঃ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত চার শতাধিক(৪২০)পরিবারের হাতে বোরো ধানের হাইব্রীড বীজ, উচ্চ ফলনশীল সবজির বীজ সহ সরিষার বীজ তুলে দেন অত্র ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান রাসেল আহমেদ।
এসময় বীজ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বংশীকুন্ডা দঃ ইউনিয়নের চেয়ারম্যান রাসেল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্দ।