মোঃ মিছবাহ উদ্দিন খান আছাদ ব্যুরো প্রধান নেত্রকোণা/
নেত্রকোণা পৌরসভার সৌজন্যে, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে নেত্রকোণাবাসি।
গতকাল ০২.১০.২০২৩ ইং তারিখ রবিবার বিকাল চারটায় এই সংবর্ধনার আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে নেত্রকোণা পৌরসভার মেয়র আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান-র সভাপতিত্বে এবং এডঃ শামছুর
রহমান লিটন-র সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
এসময় নবনিযুক্ত বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন,আইনের অনেক ডাল-পালার কারণে একটি ছোট মামলা
থেকে অনেক মামলার সৃষ্টি হয়। হিসেব হয় অনেকগুলো মামলা। মামলা মূলত একটি। একটি মামলাই জজ কোর্ট থেকে
হাইকোর্ট,হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টের আপীল বিভাগে যায়। এ সব প্রক্রিয়ার সঙ্গে অ্যাডভোকেট,আমরা জজ সাহেবেরা ও
আইন পেশার সঙ্গে সংশ্লিষ্ট সকলে জড়িত।
এসব মামলার জট কমাতে হলে নিন্ম আদালতের ভুমিকার বিকল্প নেই।
তিনি তরুনদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ উজ্জ্বল জীবন গঠনের বক্তব্য দেন। এদিকে চোখ জোরানো এমন একটি
অনুষ্ঠানের জন্য, ওনার নিজ জেলা নেত্রকোণার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান
খসরু,হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম কামরুল কাদের,মোস্তফা জামান ইসলাম,সংসদ সদস্য অসীম কুমার
উকিল,সাজ্জাদুল হাসান,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালি,জাকিয়া পারভীন মনি,পরিকল্পনা
কমিশনের সচিব এ কে এম ফজলুল হক, সিনিয়র জেলা জজ মো.শাহজাহান কবির,মোহাম্মদ ইফতেখার বিন আজিজ,শেখ
হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.গোলাম কবীর,জেলা প্রশাসক শাহেদ পারভেজ,পুলিশ সুপার মোঃফয়েজ আহমেদ,জেলা
জজ কোর্টের জিপি বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আমিরুল ইসলাম,সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজনও করা হয়।