• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
নওগাঁয় ব্রীজ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু নওগাঁয় র‌্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক নারী আটক আশুলিয়ায় ভারতীয় জাল রুপি ও জাল টাকাসহ একজন গ্রেপ্তার  শিবগঞ্জের কৃতি সন্তান রুবেল হক নির্বাচিত ৩৬তম বিসিএস পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মধ্যনগরে উঃ বংশীকুন্ডা ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিএনপির আংশিক কমিটি গঠন বারহাট্টায় ২জন সাংবাদিক সংবর্ধিত সফল নারী উদ্যোক্তা তাহমিনা ইসলাম , সুঁই-সুতায় বদলে যাওয়া শত জীবনের গল্প পূর্বধলায় রেলওয়ের লিজকৃত ভূমি দখল মুক্ত করার দাবীতে দলিত সম্প্রদায়ের মানববন্ধন কেন্দুয়ায় দৈনিক দিনকাল এর উপজেলা প্রতিনিধিঃ মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম এর ৪৪তম জন্মদিন উদযাপন
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি / ১৯২ জন দেখেছেন
আপডেটঃ শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩

পুলিশকে মানুষ এখন জনগণের বন্ধু মনেকরে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপন কান্তি গুণ, নেত্রকোনা জেলা প্রতিনিধি/

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আদর্শনগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন  স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল।

আজ (৫ সেপ্টেম্বর)বৃহস্পতিবার বিকাল ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলাধীন আদর্শ নগর পুলিশ তদন্ত কেন্দ্রের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে তিনি শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে নির্মিত শহীদ মিনার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি লতিফুর রহমান রতনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদ ইকবালের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নেত্রকোনা মোহনগঞ্জ-মদন ও খালিয়াজুরী আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য, নেত্রকোনা জেলা প্রশাসক শাহেদ পারভেজ, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, মোহনগঞ্জ থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, পর্বধলা উপজেলা পরিষদ চেয়ারম্যান  জাহিদুল ইসলাম সুজন, বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাশেমসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে’র ঐতিহাসিক বার্তা- পুলিশকে হতে হবে জনগণের পুলিশ, স্বাধীন দেশের পুলিশ। বঙ্গবন্ধু এই বার্তা উচ্চারণ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন,  পুলিশ আজ সেই জায়গাতে এসেছে। পুলিশ এখন যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।

পুলিশ তাদের দক্ষতা, অভিজ্ঞতা দিয়ে কাজ করে চলেছেন। করোনা মহামারীর ক্রান্তি লগ্নের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে মন্ত্রী বলেছেন, করোনার সময় সন্তানরা মা’র লাশ নিতে হাসপাতালে যায়নি। পুলিশ ঠিকই সেই লাশের দাফন কাজসহ সবকিছু নিজ দায়িত্বে সেরেছেন। বঙ্গবন্ধু পুলিশকে নিয়ে যে স্বপ্ন দেখতেন পুলিশ আজ সেই জায়গায় এসেছে। পুলিশের মনোবল সবসময় অটুট রয়েছে। পুলিশের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী আসাদুজ্জামান খান দাবি করেছেন, পুলিশের ওপর অর্পিত যে দায়িত্ব রয়েছে তারা সেই দায়িত্ব সঠিকভাবে পালন করছেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, স্যাংশন এটা যুক্তরাস্ট্রের তাদের নিজস্ব ব্যাপার।কাকে যেতে দেবেন কাকে দেবেন না এটা নির্ধারন করেন তারা। আগেও সবাইকে তো আর ভিসা দিতো না। আমরা মনে করি সেরকমই একটা প্রক্রিয়া।

পুলিশের মনোবল সব সময় অটুট রয়েছে। মাননীয প্রথানমন্ত্রীর প্রতি তাদের আস্থা রযেছে। এই খানে কে কি বললো সেটা মূখ্য বিষয় নয়। বিষয় হলো পুলিশের উপর অর্পিত যে দায়িত্ব সেটা তারা সঠিকভাবে পালন করছেন এবং করবেন।

নির্বাচন বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন করবে নির্বাচন কমিশন। সেখানে আমাদের কিছু বলার নেই। নির্বাচন কমিমন গঠনতন্ত্র অনুয়ায়ী দেশের সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়েই হবে। কে কি বললো এটা তাদের বিষয়। এখন যে সমস্ত রাজনৈতিক দল তাদের সমর্থন হারিযেছে তাদের থেকে জনগন মুখ ফিরিয়ে নিয়েছেন। তারা অনেক কথাই বলছেন। এ দেশের মানুষ নৌকা ছাড়া আর কিছু চিন্তা করে না। দেশের জনগন সঠিক পথে আছে। বিদেশী শক্তি কিছু করতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
August 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories