• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
সর্বশেষ খবর
তিস্তা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত ইতালির লাম্পেদুসা উপকূলে নৌকাডুবিতে অন্তত ২০ শরণার্থী ও অভিবাসীর মৃত্যু শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকারের মরদেহে সর্বস্তরের শ্রদ্ধা সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন কবিতা-মানুষ এক মহাকাব্য আটপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস- .২০২৫ পালিত মদনে গার্ডার ব্রীজ নির্মাণে অনিয়ম:ধসে গেল এ্যাপ্রোচ মদনে স্বামী স্ত্রীকে মারধর রক্তাক্ত জখম করায় থানায় মামলা পৌর উত্তর কাটলী জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন মুফতি ফয়জুল করিমের আগমন উপলক্ষে নেত্রকোনায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন
বিশেষ খবর
কলমাকান্দা ব্যবসায়ী মালিক সমিতির নতুন আহবায়ক কমিটি গঠন ফিল্মি স্টাইলে শিক্ষককে তুলে নিয়ে মাথা ফাটাল ছাত্রদল” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন  অনুপ্রবেশকারী ও সুবিধাভোগীদের বিএনপিতে স্থান হবে না আনিসুজ্জামান বাবু নেত্রকোনায় জাতীয় পরিচয়পত্র (NID) সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে মানব-বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত ডিসেম্বর অথবা জানুয়ারিতে জাতীয় নির্বাচন আ.লীগের নিবন্ধন থাকবে কিনা, যা বললেন সিইসি নির্বাচন সংশ্লিষ্টদের পেশাদারত্বের সঙ্গে কাজ করতে হবে : সিইসি সংসদ নির্বাচনকে সামনে রেখে কাজ করছে ইসি: সিইসি ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছর পর সম্মেলন ঘিরে বিএনপির ব্যাপক প্রস্তুতি ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধ থেকে নির্বাচন আদায় করতে হবে: রুমিন ফারহানা
এম,এম,এ,রেজা চিফ রিপোর্টার / ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধি / ৮২৪ জন দেখেছেন
আপডেটঃ রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী হালচাল

 

এম. এম. এ. রেজা পহেল, ধর্মপাশা (সুনামগঞ্জ/

সুনামগঞ্জ-১ আসনের নির্বাচনী হালচাল সরকারের উন্নয়ন প্রচারণায় ব্যস্ত আওয়ামীলীগ, কেন্দ্রের সিদ্ধান্তের অপেক্ষায় বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে সুনামগঞ্জ-১ আসনে প্রচার-প্রচারণায় বেড়েছে মনোনয়ন প্রত্যাশীদের উত্তাপ। ধর্মপাশা ,তাহিরপুর, জামালগঞ্জ, ও মধ্যনগরসহ চার উপজেলা নিয়ে আয়তন ও ভোটের দিক দিয়ে সুনামগঞ্জের সবচেয়ে বড় আসন সুনামগঞ্জ-১ আসন । এই আসনে ডজন খানিক আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মাঠে গনসংযোগ করছে। বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় থাকলেও মাঠে বেশকিছু নেতা নীরবে জনসংযোগ চালিয়ে যাচ্ছে ।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সম্ভাব্য তালিকায় রয়েছেন সাবেক দুইবারের এমপি এডভোকেট সৈয়দ রফিকুল হক (সোহেল) । তিনি সুনামগঞ্জ -১ আসনে শিক্ষা, যোগাযোগ, স্বাস্হ্য , অবকাঠামোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন । দল-মত নির্বিশেষে সৎ ও আর্দশবান রাজনীতিবিদ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ।

মনোনয়নের দৌড়ে রয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের যুগ্ম সাধারন সম্পাদক , সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সদস্য, সুনামগঞ্জ-মৌলবীবাজার আসনের সংরক্ষিত এমপি এডভোকেট শামীমা আক্তার খানম। তিনি এলাকায় আওয়ামীলীগের উন্নয়ন প্রচারে ব্যস্ত সময় পার করছেন। তিনি সরকারের উন্নয়ন প্রচারণা তুলে ধরছেন হাওরবাসীর কাছে। সকল প্রাকৃতিক দুর্যোগ ও মানষের আপদে-বিপদে সবসময় পাশে রয়েছেন ।

আলোচনার চেয়ে সমালোচনায় শীর্ষে রয়েছে বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেনের রতনের নাম। ক্যাসিনো কান্ড, দুদকে বিভিন্ন দুর্নীতি মামলা, ভূমিদখল, টেন্ডার ও চাঁদাবাজি, বিদেশে অর্থপাচার, অবৈধ অঢেল সম্পদ , প্রতিটি স্বানীয় নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয়াসহ তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ কেন্দ্রে ও মাননীয় প্রধানমন্ত্রীর নিকট জমা হয়েছে । তিনিও আওয়ামীলীগের উন্নয়ন প্রচারণায় মাঠে রয়েছেন।

ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মুরাদ বলেন, দুর্নীতি, ক্যাসিনোকান্ড, ভূমিদখল, টেন্ডার ও চাঁদাবাজি, বিদেশে অর্থপাচার, অবৈধ অঢেল সম্পদ , প্রতিটি স্বানীয় নির্বাচনে প্রকাশ্যে নৌকার বিরুদ্ধে অবস্থান,হাইব্রিড ও অনুপ্রবেশকারী দিয়ে সুনামগঞ্জ তৃণমূল আওয়ামীলীগের রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে । গত উপজেলা পরিষদ নির্বাচনে আমার নৌকার বিরুদ্ধে তাঁর আপন ছোট ভাই মোজাম্মেল হোসেন রোকনকে বিদ্রোহী প্রার্থী করে নৌকা ডুবিয়েছে । শুধু তাই নয় গত ইউনিয়ন নির্বাচনে তাঁর নিজ ইউনিয়ন পাইকুরাটি ইউনিয়নে এম এম এ রেজা পহেলকে তিনি ও তাঁর পরিবারের লোকজনকে দিয়ে নৌকা ডুবিয়ে তাঁর নিকট আত্বীয় বিদ্রোহী প্রার্ধীকে ভোট কারচুপির মাধ্যমে অল্প ভোটের ব্যবধানে চেয়ারম্যান বানিয়েছে। তাঁর নিজ কেন্দ্রে ৩ হাজার ভোটের মধ্যে নৌকায় ভোট পেয়েছে মাত্র ৫৪টি । তৃণমূল আওয়ামীলীগ আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থীর পরিবর্তন চায়।

এ ব্যাপারে এমপি মোয়াজ্জেম হোসেন রতনের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি ।

মনোনয়ন দৌড়ে রয়েছেন সিলেট জেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট রঞ্জিত সরকার । তিনি বলেন, আমি বিগত ২০ বছর যাবৎ সুনামগঞ্জ-১ আসনের সকল প্রকার প্রাকৃতিক দুযোগ , ফসলরক্ষা বাঁধসহ সকল কর্মকান্ডে মানুষের পাশে রয়েছি। সারা বাংলাদেশে আওয়ামীলীগ সরকার যে পরিমাণ উন্নয়ন করেছে সেই তুলনায় আমায় এলাকায় উন্নয়ন হয়নি। এই এলাকার তৃণমূল আওয়ামীলীগ সুনামগঞ্জ-১ আসনের প্রার্থীর পরিবর্তন চায় । আমি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি।

সুনামগঞ্জ জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি , সুনামগঞ্জ জেলা আওয়ামীগের সদস্য, সুনামগঞ্জ ফাউন্ডেশনের চেয়ারম্যান, সেলিম আহম্মেদ , সরকারের উন্নয়ন প্রচারণা জনসম্মুখে তুলে ধরে ব্যস্ত সময় পার করছেন । তিনি বলেন, করোনা ও গত বছরের বন্যার সময় বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও আর্থিক সহায়তা দিয়েছি । যে কোন সামাজিক , সাংস্কৃতিক কাজে আমি এগিয়ে এসছি । বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় বিভিন্ন সম্মানণা স্মারক পেয়েছি। আমি হাওর পাড়ের সন্তান, ছোটবেলা থেকে ছাত্র রাজনীতি করে হাওরের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সবার সুখে-দুখে কাজ করে আসছি। আমি মনোনয়ন পেলে সুনামগঞ্জ-১ আসনকে মডেল হিসেবে গড়ে তুলবো। আমাকে মনোনয়ন না দিলেও দু্র্নীতিবাজ প্রার্থী ছাড়া সৎ, দক্ষ, সাবেক ছাত্রলীগের রাজনীতি করে আসছে এমন লোক নেত্রী যাকে মনোনয়ন দিবেন তাঁর পক্ষেই কাজ করবো ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্য নির্বাহী সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট গোলাম কিবরিয়া বলেন, আমি ও আমার পরিবার সারাজীবন বঙ্গবন্ধুর আর্দশে রাজনীতি করে আসছি । বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে প্রতিটি জাতীয় ও স্থানীয় নির্বাচনে নৌকার পক্ষে কাজ করে আসছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীদের ও এলাকার সাধারণ মানুষের পছন্দের প্রার্থী হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী হয়ে সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলায় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে জনসংযোগ করে যাচ্ছি । এলাকার সাধারণ মানুষ বলেন তিনি দীর্ঘ দিন যাবত মাঠে কাজ করছেন মাননীয় প্রধানমন্ত্রী তাকে মনোনয়ন দিলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে।

তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি করুণা সিন্ধু চৌধুরী বাবুল বলেন, এখনো আমাদের আসনের চার উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ করতে পারিনি । এটাই বর্তমান দায়িত্বশীলদের চরম ব্যর্থতার দৃষ্টান্ত । বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সুনামগঞ্জ-১ আসনকে যুক্ত করে স্মার্ট আসন গড়াই আমার লক্ষ্য । আমার এলাকার মানুষ এ আসনের পরিবরতন চাই , একজন আর্দশিক, সৎ ও পরিচ্ছন্ন সাংসদ চায় । আমি জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন প্রচারণা চালিয়ে যাচ্ছি।

সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন জানান, বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসম্মূখে তুলে ধরে জনসংযোগ ও পথসভা করে যাচ্ছি । আমাকে মনোনয়ন দিলে এ আসনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করে মডেল আসনে রুপান্তরিত করবো।

এছাড়াও আওয়ামীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে ভোটারদের কাছে ঘুরে বেড়াচ্ছেন সাবেক যুগ্মসচিব ও আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষণ তালুকদার ভানু । তিনি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ , সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে ত্রাণ সহায়তা ও আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জনসংযোগ করে যাচ্ছেন ।

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এডভোকেট আক্তারুজ্জামান সেলিম জোরেশোরে সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড জনসম্মূখে তুলে ধরে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ড. রফিকুল ইসলাম তালুকদার , বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবখান ,যুক্তরাষ্ট্রের মিশিগান আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ নুরুল হাসান পারভেজ তাঁরাও আওয়ামীলীগের মনোয়ন প্রত্যাশী হিসেবে মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন ।

অপরদিকে বিএনপি থেকে সাবেক দুইবারের এমপি নজির হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুর রহমান আনিস তাঁরাও নীরবে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন । কেন্দ্রের সিদ্ধান্তেরে অপেক্ষায় রয়েছেন।

এছাড়াও বিকল্পধারা বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য ডাঃ রফিক চৌধুরী সুনামগঞ্জ -১ আসনে ব্যাপক প্রচার-প্রচারণায় জনসংযোগ করে যাচ্ছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিষয়ের আরও খবর
August 2025
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Categories