শুক্রবার 2 ডিসেম্বর গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির ভাষণে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ডঃ রেজা কিবরিয়া বলেন সরকার অসংখ্য রাজনৈতিক নেতাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে, অনেক নেতাকর্মীকে জেলে ভরে রেখেছে, অবিলম্বে এসব নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি আজকের সমাবেশ থেকে। আজকে মানুষের কষ্টের শেষ নেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধিঅস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে যা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, এ সরকারকে বিদায় করতে হলে আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এই সরকারের ফাদে পা দেওয়া যাবে না অন্যদিকে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন দুর্ভিক্ষ আসার আগেই এই ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে হবে আজকের জনসভা থেকে সরকারের পতন আন্দোলন ঘোষণা দিচ্ছে,কে ক্ষমতায় আসবে প্রধানমন্ত্রী হবে সেটা আলোচনার সময় না দেশের জনগণ এই স্বৈরাচারী ফ্যাসিবাদ সরকার কে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না,
সমাবেশ আরো বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান শহিদুল ইসলাম, ব্যারিস্টার জিসান, হাসান আল মামুন প্রমুখ