দিনাজপুরের ঘোড়াঘাটে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক কে ধাক্কা দিলে পিছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।এতে ধাক্কা দেওয়া ট্রাকের হেলপারের এক পাঁ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রবিবার (৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টায় উপজেলার রাণীগঞ্জ সিমলা নামক স্থানে এদূর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়,রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে ঢাকা থেকে ঠাকুরগাঁ গামী অপর একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়।এতে পেছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটির কেবিন দুমড়ে মুচড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এতে ট্রাকটির চালক বেঁচে গেলেও কেবিনের মধ্যে আটকা পড়ে হেলপার।পরে ফায়ার সার্ভিসের একটি দল দূর্ঘটনা কবলিত ট্রাকটির কেবিন কেটে হেলপার কে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানান,ফায়ার সার্ভিসের একটি দল গুরুতর আহত অবস্থায় একজন কে নিয়ে এসেছিলেন।আহত ওই ব্যক্তির হাঁটুর নিচ থেকে পাঁ বিচ্ছিন্ন ছিল।দূর্ঘটনা তার পাঁ থেতলে গিয়ে ভেঙ্গে গিয়েছিল এতে করে ওই ব্যক্তির অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়েছে।উন্নত চিকিৎসার জন্য তাকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।