
মুজাহিদ শেখ, শ্রীপুর প্রতিনিধি (মাগুরা) প্রতিনিধি /
মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ে প্রত্যাবর্তন ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে । মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপকরণ বিতরণ করেন ।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ মহলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রোকনুজ্জামান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওয়াসিম আকরামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ঝন্টু, প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান খান । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার শরিফুল ইসলাম ।
আলোচনা সভা শেষে উপজেলার ১০ টি বিদ্যালয়ের ঝরে পড়া ১১ জন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় ।