ঢাকা-১৯ স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী তদন্ত কমিটি।
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঢাকা-১৯ আসনের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী তদন্ত কমিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মুরাদ গত মঙ্গলবার শিমুলতলা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে একটি নির্বাচনী সমাবেশ করেন এবং ট্রাক ও মোটরসাইকেল দিয়ে শোডাউন করেন, যা নির্বাচনী আচরণ বিধিমালা-২০০৮ এর লঙ্ঘন।
আশুলিয়া) নির্বাচনী তদন্ত কমিটির সিনিয়র সহকারী জজ ও চেয়ারম্যান জাকির হোসেন গতকাল এ নোটিশ দেন বলে আমাদের দেশবাংলা প্রতিদিনের সাভার প্রতিনিধি জানিয়েছেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, যিনি সহকারী রিটার্নিং কর্মকর্তাও ছিলেন তিনি বলেন তালুকদার তৌহিদ জং মুরাদকে ২৬ ডিসেম্বর সকাল ১০টায় কমিটির কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।