এম এম এ রেজা পহেল ধর্মপাশা ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নে ভাটগাও গ্রামের সামনে হলদী হাওরের বাঁধের কাছে অবৈধ ভাবে গ্যেকু মেসিন দিয়ে মাটিকাটায় মঙ্গলবার বিকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গ্যেকু মেশিনের মালিক মোঃ রফিকুল ইসলাম, পিতা মোঃ আব্দুল গনি তালুকদার, গ্রাম ভাটগাও ইউনিয়ন পাইকুরাটি তাকে
৫০০০০/- হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান।