নড়াইলের লোহাগড়ায় যথাযোগ্য মর্যাদা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। এদিন প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারী ও বেসরকারী ভবন সমুহে জাতীয় পতাকা উত্তেলন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ, লোহাগড়া পৌরসভা, উপজেলা মহিলা আওয়ামীলীগ, লোহাগড়া প্রেস ক্লাব,, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ও শিক্ষা প্রতিষ্ঠান জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
কর্মসুচীর মধ্যে ছিল সকাল ৯টায় লোহাগড়া শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) বেলুন উড়িয়ে কর্মসূচি সূচনা করা হয়।
আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী করা হয়।
এ সময় লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু,উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজগর আলী, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) প্রদীপ্ত রায় দীপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল করিম মুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা
ইয়াসমিন ইতি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন প্রমুখ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ উপস্থিত ছিলেন।