মনোয়ার বাবু,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
বিএনপি দলীয় নির্দেশনা ও আনুগত্য মেনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী।
গতকাল বৃহস্পতিবার (১৯ এপ্রিল) জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর নিজের প্রার্থীতা প্রত্যাহারের জন্য আবেদন করেন তিনি এবং সেই দিনই গত বছর জাতীয় নির্বাচনের সময় সরকার বিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অপরাধে পুলিশের মামলায় এজাহার ভুক্ত আসামি হন তিনি। এইদিন আদালতে জামিন চাইতে গেলে আদালত জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।এদিকে দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে দলীয় সিদ্ধান্তে মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে দলের একাধিক নেতাকর্মী সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এবিষয়ে উপজেলা নির্বাচন অফিসার মো. শাহীনুর আলম এর কাছে জানতে চাইলে তিনি জানান, জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর প্রার্থীতা প্রত্যাহার চেয়ে তিনি আবেদন করছেন ,তার আবেদন গ্রহণ করা হয়েছে।