নড়াইলের লোহাগড়া উপজেলার ৩৬ নং আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ টায় বিদ্যালয়ের মঞ্চে এক আলোচনা সভা হয়। এতে মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক আ শ ম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আড়পাড়া গ্রামের কৃতি সন্তান ও প্যারেন্টস লাইব্রেরির প্রতিষ্ঠাতা অ্যাড. মো. লতিফুর রহমান।
এ সময় মো. হাবিবুর রহমান তবি, বিদ্যালয়ের শিক্ষক এস এম শহিদুল্লাহ, তাসলিমা খানম, শিউলি খানম, শামচুন নাহার, বায়জিত হোসেন, শিল্পী রানী সিকদার,ছামিরা ইয়াসমিনসহ অভিভাবক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্যারেন্টস লাইব্রেরির প্রতিষ্ঠাতা অ্যাড. মো. লতিফুর রহমান। অ্যাড. মো. লতিফুর রহমানের নিজস্ব অর্থায়নে এ পুরস্কার দেওয়া হয়।