দিনাজপুর জেলার বিরামপুর উপজেলাধীন বিরামপুর রেলওয়ে ষ্টেশনে খুলনা হতে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেন তল্লাশী করে ট্রেনের যাত্রীদের ব্যাগ হতে কোটি টাকার কোকেন জাতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম।