আম বাগানের চারদিকে জিআই তারের বেঁড়া দেওয়া আর তার মধ্যে ছোট ছোট রুম তৈরী করে চলছিল অসামাজিক কার্যকলাপ।দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কথিত মোজাম বিনোদন পার্কে পুলিশ অভিযান চালিয়ে এসময় ৪জন নারী সহ সাত জন কে আটক করে।পরে ঘোড়াঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ জন কে অর্থ দন্ড করেন।
গতকাল শনিবার (১৭ ডিসেম্বর) উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কালুপাড়া গ্রামে এঘটনা ঘটে।
আটক ৪ জন নারীর মধ্যে এক জনের বাড়ি বগুড়ায়,এক জনের গাইবান্ধায় এবং অপর দুই জনের ঘোড়াঘাট উপজেলায়।অন্য আটক তিন ব্যক্তি হলেন আব্দুর রশিদ (৪৫), নাহিদ হাসান (২৪) এবং কামাল আহম্মেদ (৭৪)।
স্থানীয়রা জানান,দীর্ঘ দিন থেকেই এই কথিত পার্কে অসামাজিক কার্যকলাপ চলে আসছিলোএরআগেও মোবাইল কোর্টের মাধ্যমে থানা পুলিশ একাধিক বার অভিযান পরিচালনা করলেও অসামাজিক কার্যক্রম পরিচালনাকারী সহ জড়িতদের কোন ভাবেই থামানো যাচ্ছে না।অভিযান পরিচালনা করার কিছু দিন পর পুনরায় তারা এই অসামাজিক কার্যক্রম শুরু করে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, এসময় আমরা অভিযান পরিচালনা করে ৭জনকে আটক করি। দুই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।বাকী ৫জন কে মোবাইল কোর্টের মাধ্যমে ২০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
প্রসঙ্গত,কথিত এই পার্ক থেকে আগেও নারীসহ খদ্দরকে আটক করেছিল থানা পুলিশ।পার্কের মালিক মোজাম্মেল হক মোজাম ও তার জামাতাকে আটক করে মোবাইলের কোর্টের মাধ্যমে সাজাও দিয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা।