অনলাইন সংস্করণ
হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসিসহ নয় জনের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ইরানি সেনাবাহিনী।
গতকাল ২৩ মে বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী প্রতিবেদনটি প্রকাশ করে। ওই প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট
ইব্রাহিম রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর গেল সোমবার দুর্ঘটনাস্থলে পরিদর্শন করে তদন্তকারী টিম অভিজ্ঞ প্রযুক্তিবিদদের
নিয়ে এই তদন্তকারী দল গঠন করা হয়। রাইসির হেলিকপ্টার টি পুরো পথ ধরে পূর্বের নির্ধারিত পথেই ছিল এবং ফ্লাইট রোড
থেকে বিচ্ছিন্ন হয়নি, দুর্ঘটনার প্রায় দেড় মিনিট আগেই বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের পাইলট রাইসির বহরে থাকা অন্য দুই
হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ করেন। বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারে বুলেট বা অন্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া
যায়নি। হেলিকপ্টারটি বিদ্বস্ত হয় একটি পর্বতে এবং সেখানেই আগুন ধরে বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি
মৃত্যুবরণ করেন।
ডি বি পি/ সরোয়ার জাহান