কাসেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে মহিলা ইউপি মেম্বার ঝর্ণা খাতুনে (৪৩) স্বামী আব্দুল গফফার মধু
(৪৫) কে হত্যার উদ্দেশ্য সন্ত্রাসী কায়দায় হামলা ও বাড়িতে লুটপাটের অভিযোগ উঠেছে। তার স্বামী চাউলিয়া ইউনিয়নের ৪ নং
ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।এ ঘটনায় মাগুরা সদর থানার এজাহার মামলা নং- ৩০
তারিখ ২৩ মে বৃহস্পতিবার। আসামী ফিরোজ ছকাতী (৪৫) পিং- মন্টু ছকাতী, বাকী মুন্সী (৪৮) পিং- শফি মুন্সী, রকিব মোল্যা
(৪৭) পিং- বক্কার মোল্লা, আলামিন মোল্যা (২২) পিং- হিরু মোল্যা, রবিউল ইসলাম (৪২) পিং- জলিল মোল্যা, জিয়া মোল্যা (৪৭)
পিং- সাদিবার মোল্যা, লাভলু মোল্যা (৩৮) পিং- আবুল মোল্যা, বাকী মিয়া (৫২) পিং- দলিল উদ্দিন, নাহিদ মোল্যা (৩০) পিং-
দাউদ মোল্যা, টিক্কা খান (৪৫) পিং-আহম্মদ খান, এরশাদ জমাদ্দার (৪৫) পিং- লুৎফর জোয়ার্দ্দার, আলামিন মোল্যা (৩৫), মৃত
হাচেন মোল্যা, জিয়া ছকাতী (৩৪), পিং- লাল ছকাতী, আকাশ মিয়া (২২) পিং- জাফর মিয়া, হামিদ মোল্যা (৪৫) পিং- আবু
শ্যামা মোল্যা, ইসলাম মোল্যা (৫৯) পিং- হুড়ন মোল্যা, ইরান মোল্যা (২১) পিং- ইসলাম মোল্যা, রুবায়েত মোল্যা (২৩), পিং-
মুরাদ মোল্যা, এমদাদ বিশ্বাস (২৭), পিং- মৃত ইমারত বিশ্বাস, বাবলু মোল্যা (৪০) পিং-আবুল মোল্যা, মুরাদ মোল্যা (৫৮) পিং-
রাশেদ মোল্যা, সর্ব গ্রাম চাঁদপুর, থানা ও জেলা- মাগুরা এরা সবাই সন্ত্রাসী শ্রেণীর লোকজন। আসামীদের সাথে আঃ গফফার
মোল্লা মধুর গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘ দিন ধরে শত্রুতা চলে আসতেছে। তারই জের ধরে উক্ত আসামীরা এ ঘটনা ঘটায়।
সরেজমিনে শনিবার ২৫ মে মেম্বার ঝর্ণা খাতুন বলেন, আমার স্বামী গফফারের উপর অর্তকিত হামলার বিচার আইনের মাধ্যমে
করতে চাই এবং পুলিশ আসামীদের দ্রুত গ্রেফতার করে অপরাধীদের কঠিন শাস্তি ও বিচার দাবি জানান। তিনি আরও বলেন ঐ
রাতে আমার বাড়িতে লুটপাট চালিয়েছে সন্ত্রাসীরা এই লুটপাটে প্রায় ১০ লাখ টাকার মতো মালামালের ক্ষয়ক্ষতি করেছে।