সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাতুর বাজারে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে পরাজিত প্রার্থীর অনুসারীদের সন্ত্রাসী হামলার শিকার বিজয়ী প্রার্থীর অনুসারীরা সুবিচার চেয়ে মানববন্ধন করেছে।
মধ্যনগর উপজেলা সদরে মঙ্গলবার দুপুরে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, গত ৫ জুন অনুষ্ঠিত নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো উপজেলা নির্বাচনে আব্দুর রাজ্জাক ভূঁইয়া মোটরসাইকেল প্রতীক নিয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হন কাপপিরিচ প্রতীকের প্রার্থী মো.সাইদুর রহমান। বিজয়ী প্রার্থী আব্দুর রাজ্জাক ভূঁইয়া ও নিকটতম পরাজিত প্রার্থী মো.সাইদুর রহমান দুজনই বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের দাতিয়াপাড়া গ্রামের বাসিন্দা। গত ৭ জুন শুক্রবার বিকালে সাতুর নতুন বাজারের রাস্তায় বিজয়ী প্রার্থীর অনুসারীদের উপর অতর্কিত হামলা করে পরাজিত প্রার্থীর অনুসারীরা। খবর পেয়ে দুপক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এসময় বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন আছে।উপজেলা আওয়ামীলীগ নেতা জহিরুল হক এর সভাপতিত্বে ও যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, নবনির্বাচিত মধ্যনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিম মাহমুদ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, শ্রমিকলীগের সহসভাপতি শাহআলম প্রমুখ।
নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, সঠিক তদন্তের মাধ্যমে এ সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা বলেন। মধ্যনগর উপজেলাকে শান্তিপ্রিয় রাখার আহবান জানান ও সকলের সহযোগিতা কামনা করেন।