হত্যায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযানে মাঠে নামে পুলিশ। ময়মনসিংহ সদর উপজেলায় নিখোঁজের দুই দিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় রাজিয়া খাতুন (৩০) লাশ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা হয়েছে। গতকাল শনিবার সকালে ওই নারীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে মামলাটি করেছেন। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা এর দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল এর তত্ত্ববধানে অফিসার ইনচার্জ এর দিক নির্দেশে পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন এর নেতৃত্তে এসআই দেবাশীষ সাহা, এসআই আল মামুন, এসআই আনোয়ার হোসেন, এসআই মনিতোষ মজুমদার, এএসআই ফরহাদ হোসেন, এএসআই মাসুম রানাসহ অত্র থানা এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামী ১। মোঃ আল আমিন (২৫), ২। রুহুল আমিন (২৬), ৩। আব্দুল্লাহ ওরফে জাকিরুল (১৯),কে গ্রেফতার করেন, কোতোয়ালি মডেল থানা পুলিশ। গত (১৪ মে ২০২৪) তারিখে সকাল অনুমান ০৮:০০ ঘটিকার সময় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন চর নিলক্ষীয়া উজানপাড়া চেয়ারম্যানের শুকনা পুকুরের পশ্চিম পাশে গর্তের মাঝে অর্ধেক শরীর মাটি চাপা অবস্থায় রাজিয়া খাতুন (৩০)এর মৃতদেহ উদ্ধার করেছিলেন পুলিশ। গত বুধবার দুপুরের পর নিখোঁজ হন ওই নারী। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় তাঁর পরনে সালোয়ার-কামিজ ছিল। গতকাল শুক্রবার একটি পুকুরের পাড় থেকে তাঁর বিবস্ত্র লাশ মাটিচাপা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। পরে মা এসে, মেয়ের লাশ শনাক্ত করেন।