সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের মাটিকাটা ও ভাটাপাড়া গ্রামে এক্সেভেটর দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে তা অন্যত্র বিক্রি করার দায়ে বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে দুটি ড্রাম ট্রাক জব্দ ও রয়েল মিয়া (২০) নামের এক ব্যক্তিকে ২০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড পাওয়া ও
ই ব্যক্তির বাড়ি পাশের নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার বামেরচর গ্রামে।ধর্মপাশা উপজেলা ভূমি কার্যালয়ের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অলিদুজ্জামান এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।