রংপুর প্রতিনিধি: কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলনের সমন্বয়ক রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকারীদের বিচার বিভাগীয় তদন্ত, দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে অবস্থান ও মৌন মিছিল কর্মসূচী পালন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
আজ বুধবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্লাকার্ড হাতে শিক্ষকরা অবস্থান নেয়। এতে উপস্থিত ছিলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. বিজয় মোহন চাকী, সাধারণ সম্পাদক আসাদ মন্ডল, শিক্ষক মতিউর রহমান, ড. তুহিন ওয়াদুদ, উমর ফারুক, শাহীনুর রহমান, আপেল মাহমুদ, তাবিউর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এ সময় বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন বিভাগের শিক্ষক উমর ফারুক বলেন, আমরা যদি তাৎক্ষনিক প্রতিক্রিয়া দেখাতাম তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতো। আমরা মনেকরি এই হত্যাকান্ডের প্রতিবাদ করা দরকার। ঠান্ডা মাথায় রাষ্ট্র একজন বিশ^বিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা করেছে।
বাংলা বিভাগের প্রধান অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ বলেন, আমি দেশের সব শিক্ষকদের অনুরোধ করবো আপনার মাথা নিচু না করে মেরুদন্ড সোজা করে দাঁড়ান। আপনাদের মেরুদন্ড সোজা না হলে জাতি মেরুদন্ডহীন হয়ে পড়বে। আমরা সেই জাতিকে দেখতে চাই না।
বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. বিজয় মোহন চাকী বলেন, আবু সাঈদের মৃত্যুতে আমরা শোকে স্তব্ধ হয়ে পড়েছি। আমরা রাষ্ট্রীয়ভাবে এ হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত চাই।