রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনা সদর মডেল থানা ও জেলার তিন উপজেলায় (মদন, বারহাট্টা, দুর্গাপুর) আওয়ামী লীগের ৩৪৫ নেতা-কর্মীকে আসামি করে শনিবার রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৫টি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমানকে (ভিপি লিটন) তিনটি মামলায় প্রধান আসামি করা হয়েছে। একটি মামলায় নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে প্রধান আসামি করা হয়েছে। অপর একটি মামলায় মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট জেলার বারহাট্টা উপজেলার গোপালপুর রেলক্রসিং এলাকায় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ এনে প্রেমনগর গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে প্রধান আসামি করে বারহাট্টা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবির খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেনসহ ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে বারহাট্টা থানায় একটি মামলা করেন। একই দিন উপজেলা সদরের পাড়া গরমা এলাকার বাসিন্দা আশিক মিয়া বাদী হয়ে ‘মাইল্যাব ডায়াগনস্টিক সেন্টারে’ ভাঙচুরের অভিযোগ এনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে প্রধান আসামি করে ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে বারহাট্টা থানায় মামলা করেন।
এছাড়াও গত ৪ আগস্ট মদন সরকারি কলেজের ছাত্রাবাসের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলা করেন। এ ঘটনায় গত শনিবার রাতে উচিতপুর গ্রামের বাসিন্দা সাজু মিয়া বাদী হয়ে মদন পৌর মেয়র মো. সাইফুল ইসলামকে প্রধান আসামি করে মদন থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আবদুল হান্নান তালুকদারসহ ৪৪ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩৫ জনকে আসামি করা হয়।
গত সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমানকে প্রধান আসামি করে আওয়ামী লীগের ৩৮ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে নেত্রকোনা মডেল থানায় মামলা করা হয়। মামলায় গত ২০২৩ সালের নভেম্বরে বিএনপির কর্মসূচিতে হাজির হয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মাইক্রোবাস পোড়ানোসহ নাশকতার সৃষ্টির অভিযোগ করা হয়।
অপর দিকে, গত সোমবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে প্রধান আসামি করে চাঁদাবাজি, প্রতারণা ও হত্যার হুমকির অভিযোগ এনে দুর্গাপুর দক্ষিণপাড়া এলাকার মিঠুন দত্ত বাদী হয়ে দুর্গাপুর থানায় মামলা করেন। মামলায় দুর্গাপুর পৌর মেয়র আবদুস ছালাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের নাম উল্লেখ করা হয়।
মামলার বিষয়ে জানতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুর রহমান ও সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।
বিভিন্ন তথ্য সূত্রে খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার পর থেকে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা আত্মগোপনে আছেন।
জেলা পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলার চার থানায় পাঁচটি মামলা হয়েছে। মামলা হওয়ার পর থেকে আসামিদের গ্রেফতার অভিযান চালাচ্ছে পুলিশ।