আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার বোমারু বিমান উড্ডয়ন নিশ্চিত হওয়ায় ইউক্রেন কর্তৃপক্ষ মঙ্গলবার সারা দেশে নতুন করে বিমান হামলার সতর্কতা জারি করেছে। ইউক্রেনের পাওয়ার গ্রিডে মস্কোর ‘ব্যাপক’ হামলা চালানোর একদিন পর এই সতর্কতা জারি করা হলো।
রাশিয়া সোমবার ইউক্রেনে কয়েকশ’ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছে এবং দেশটির ইতোমধ্যে দুর্বল হয়ে পড়া বিদ্যুৎ গ্রিডে আঘাত হেনেছে। কর্মকর্তারা এ কথা বলেছেন।
রাশিয়ান কুরস্ক অঞ্চলে কিয়েভ তার নতুন অগ্রগতি দাবি করার পর রাশিয়ান এই হামলায় ব্যাপক এলাকা বিদ্যূতবিহীন অবস্থায় রয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার ভোরে পশ্চিম রাশিয়ার ‘এঙ্গেলস এয়ারফিল্ড থেকে বেশ কয়েকটি টিইউ-৯৫ এমএস যুদ্ধবিমান উড্ডয়ন’ নিশ্চিত করে সারা দেশে বিমান হামলার সতর্কতা জারি করেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য ইউক্রেনের শহর ক্রাইভি রিগ-এ গতরাতের হামলায় আরও দুইজন নিহত হয়েছে। হামলায় বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে।
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার বলেছেন, কমপক্ষে ১২৭টি ক্ষেপণাস্ত্র এবং ১০৯টি ড্রোন দিয়ে মস্কোর চালানো এই হামলা ‘রাশিয়ার বৃহত্তম হামলাগুলোর মধ্যে একটি’।
ইউক্রেনীয় বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুকের বলেছেন, এর মধ্যে ১০২টি ক্ষেপণাস্ত্র এবং ৯৯টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। তিনি এটিকে রাশিয়ার ‘সবচেয়ে বড়’ আক্রমণ হিসাবে বর্ণনা করেছেন।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন উভয়ই হামলার নিন্দা জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এটিকে ‘আপত্তিকর’ বলে অভিহিত করেছেন এবং ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এটিকে ‘কাপুরুষোচিত’ হামলা বলে উল্লেখ করেছেন।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আবারও রাশিয়া ইউক্রেনের লাইফলাইন বিদ্যুৎ গ্রিডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।’