সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়ক থেকে আদন চৌধুরী (২২) নামের এক তরুণকে মঙ্গলবার সন্ধ্যায় ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ। তাঁর বাড়ি উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে। ধর্মপাশা থানার এসআই আবদুস সবুর বলেন,উপজেলার সেলবরষ ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের বাসিন্দা আদন চৌধুরী মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের পেছনের সড়কে ইয়াবা বেচাকেনা করছিলেন। ওইদিন সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে ১০টি ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাতেই থানায় একটি মামলা হয়েছে। বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।
আদন চৌধুরীর দাবি, তিনি ইয়াবা ব্যবসায়ী নন। তাঁর বাবার সঙ্গে জলমহালের ব্যবসা নিয়ে কয়েকজন ব্যক্তির বিরোধ রয়েছে। আর এই বিরোধের জের ধরে তাঁকে পরিকল্পিতভাবে হয়রানি করার উদ্দেশ্যে তাঁকে ইয়াবাব্যবসায়ী সাজিয়ে তাঁর ওপর মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে।