রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে করা মামলায় নেত্রকোনা পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা ফেরদৌস কবীর রুমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকা থেকে (২৬ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। তিনি নেত্রকোনা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। কাউন্সিল রুমেল শহরের নিউটাউন এলাকার মো. কামাল আহমেদের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে সেপ্টেম্বর মাসের শুরুর দিকে পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুর রহমান লিটন, সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান ও পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম খানকে আসামি করা হয়।
ওই মামলায় ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিল ফেরদৌস কবীর রুমেলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এলাকার চাঁদাবাজিসহ বেশকিছু অভিযোগ রয়েছে। কাউন্সিলর ফেরদৌস কবীর রুমেল দুইটি মামলার আসামি ছিলেন।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতা মামলায় সাবেক পৌর কাউন্সিলর রুমেলকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার পর থেকে রুমেল পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।