রিপন কান্তি গুণ, বিশেষ প্রতিনিধি (নেত্রকোনা): নেত্রকোনা শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় (শেহাবি) প্রস্তাবিত নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবীতে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন।
আজ (৪ অক্টোবর) শুক্রবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নেত্রকোনার একজন কৃতি সন্তানকে ভিসি হিসেবে নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, নেত্রকোনা জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা নেত্রকোনা জেলাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল। অবশেষে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক ভিসি অধ্যাপক ড. গোলাম কবীর পদত্যাগ করার পর থেকে ভাটি বাংলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে (শেহাবি) দীর্ঘদিন যাবৎ ভিসি’র পদ শূণ্য থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া চরমভাবে ব্যাহত হচ্ছে। তাই, অবিলম্বে নেত্রকোনার যে কোন একজন যোগ্য সন্তানকে ভিসি হিসাবে নিয়োগ দিয়ে একাডেমিক কার্যক্রমসহ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বক্তারা রাষ্ট্রপতির প্রতি জোর দাবী জানান।
মানববন্ধন চলাকালে অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম, ডা. আবুল হোসেন এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন আল ইমরান, আজহারুল ইসলাম ও হাফসা আক্তার প্রমূখ।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র-আন্দোলনের পরে গত ৫ আগস্ট শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে মূল ফটকের নামফলকে শেখ হাসিনার নামটি মুছে ফেলা হয়। নতুন করে ‘নেত্রকোনা বিশ্ববিদ্যালয়’ নামকরণ করেন শিক্ষার্থী ও স্থানীয়রা। বর্তমানে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় নামকরণের বিষয়টি কর্তৃপক্ষের বিবেচনাধীন রয়েছে বলে জানা গেছে।