কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার হাটবারিয়া গ্রামে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জাতীয় দৈনিক খবরের আলো’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী সাথে ছিলেন মাগুরা- ১ আসনের সাবেক বিএনপি’র সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন, মিথুন রায় চৌধুরী, সদর থানা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আশরাফুজ্জামান শামীম, সাধারণ সম্পাদক গোলাম জাহিদ ও জেলা ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক সহ জেলার অর্ধশত প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী জাতীয় দৈনিক খবরের আলো’র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এক সংবাদ সম্মেলনে বলেন, শারদীয় দুর্গাপূজা কে ঘিরে পরাজিত শক্তির অপকৌশল রুখে দিয়েছে জনগণ। তাই সারা দেশে প্রতিটি পূজা মন্ডপে নির্বিঘ্নে, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা শেষ হয়েছে। তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি আরো বলেন, বর্তমান সরকারের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রতিটি পূজা মন্ডপে বিএনপি’র অসংখ্য নেতাকর্মীরা সতর্ক অবস্থায় ছিলেন তাই কোন বিশৃঙ্খলা করতে পারিনি পরাজিত শক্তি। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ে যুবলীগ কর্মীসহ সকল দুর্বৃত্তকে আটক করেছে।