অনলাইন ডেস্ক
হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজার ছুটি শেষে আজ সোমবার সকল অফিস ব্যাংক, বিচার বিভাগ আর্থিক প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যথারীতি শুরু হয়েছে।পূজার ছুটিতে রাজধানী ঢাকার রাস্তা কিছুটা ফাঁকা ছিলো, কিন্ত ছুটি শেষে আবারো পুরনো রূপে ফিরে এসেছে চির চেনা ঢাকার রাজধানী।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারি ছুটির তথ্য অনুযায়ী, রোববার ১৩ অক্টোবর পূজার ছুটি। আর ১১ ও ১২ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। এ তালিকায় সরকারের নির্বাহী আদেশে বৃহস্পতিবার পূজার ছুটি যুক্ত করা হয়েছে। অর্থাৎ এবছর দুর্গাপূজায় চার দিন ছুটি দেয়া হয়েছিলো সরকারি চাকরিজীদের।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের বাৎসরিক ক্যালেন্ডারের সূত্র মতে দুর্গাপূজা, ফাতেহা ই-ইয়াজদাহম, লক্ষ্মীপূজা ও প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে ৯ দিন। সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১১ দিন বন্ধ থাকবে সকল শিক্ষা প্রতিষ্ঠান।
দেশবাংলা প্রতিদিন/ ইতিমণি