রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে ঢাকার প্রবেশমুখ সাভার ও আশুলিয়ার কয়েকটি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এসময় সেনাবাহিনী ও বিজিবির সদস্যদেরও অবস্থান দেখা গেছে। (১০ নভেম্বর) রোববার গভীর রাত থেকে ঢাকা আরিচা, নবীনগর-চন্দ্রা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চলে এ তল্লাশি।পুলিশ জানায়, রাজধানীতে আওয়ামী লীগের ডাকা সমাবেশকে ঘিরে কেউ যেন নাশকতা তৈরি করতে না পারে, সে বিষয়টি মাথায় রেখেই কাজ চালিয়ে যাচ্ছেন। সাভারের আশুলিয়ার বাইপাইল, আমিনবাজার, নবীনগর ও আশুলিয়া এলাকায় বসানো হয়েছে পুলিশের এ চেকপোস্ট। তবে এখনও পর্যন্ত কাউকে আটক কিংবা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই এমন অভিযান চালানো হচ্ছে। দুষ্কৃতিকারীরা যেন ঢাকায় প্রবেশ করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।