ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোকারম হোসেন তালুকদারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ইউপি চেয়ারম্যান মোকারম হোসেন তালুকদার বলেন, শুক্রবার বিকালে আমার ব্যক্তিগত হাসপাতাল রোডের চেম্বারে বসে ছিলাম, হটাৎ করে ২০/৩০ জন বিএনপির লোক এসে কোন কিছু না বলেই আমার উপর অতর্কিত হামলা চালায়। মাথায় ও বুকে কিল ঘুষি মারায় আমি মাটিতে লুটিয়ে পড়ি। স্থানীয়রা আমাকে সদর হাসপাতালে নিয়ে ভর্তী করে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে চলে এসেছি। এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীন সাহেবকে জানিয়েছি। থানায় অভিযোগ পাঠিয়েছি তা গ্রহন করেনি। দেশে আইনের শাসন নেই।ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মোতালেব খান বলেন, আমার বিএনপির কোন লোক এই ঘটনা করেনি। সুনেছি তার ব্যবসায়িক লোকজনে ঘটনা ঘটিয়েছে। আমি পরে জানতে পেরেছি, তবে একজন চেয়ারম্যানের উপর হাত তোলা ঠিক হয়নি। ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন,আমার কাছে কেউ মোকারম হোসেন চেয়ারম্যান এর অভিযোগ নিয়ে আসেনি, অভিযোগ পেলে তদন্ত করে আইন গত ভাবে ব্যবস্থা নেওয়া হবে।