শ্রী পূর্ণ চন্দ্র রায় গংগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ ছিলো স্যারের শেষ কার্যদিবস। তিনি অবসরে যাচ্ছেন। এ উপলক্ষে খোলা মাইক্রোবাসে ফুল, উপহার ও ক্রেস দিয়ে সংবধর্না দিলেন স্কুলের শিক্ষক ও প্রাক্তন ছাত্র-ছাত্রী।
১২ ই নভেম্বর মঙ্গলবার সকালে দিনাজপুরের বিরামপুরে বিদায় সংবর্ধনার আয়োজন করেন তার সহকর্মী, প্রাক্তন ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।জানা যায়, ফুল দিয়ে সাজিয়ে খোলা মাইক্রোবাসে করে শ্রী পূর্ণ চন্দ্র রায় কে নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এসময় তার সহকর্মী বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী প্রিয় স্যারকে মাইক্রোবাসে দড়ি বেধে টেনে কাঁদতে কাঁদতে স্যারের বাড়ি যায়।এসময় মুকুন্দপুর ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যান উপজেলা শিক্ষা অফিসার রুনা লায়লা, সহকারি শিক্ষা অফিসার জনার্দন চন্দ্র দেবশর্মা উপস্থিত ছিলেন।বিদায়ী প্রধান শিক্ষক শ্রী পূর্ণ চন্দ্র রায় বলেন, বিদায় অনেক কষ্টের। তবে আমার সহকর্মী, বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে এমন বিদায় পেয়ে আমি অনেক খুশি। আমি বিদ্যালয়ের যে কোন কাজে আমার সহযোগীতা থাকবে।