
কাশেম আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি;
মাগুরা জেলার শ্রীপুর থানাধীন গয়েশপুর ইউনিয়নের চার জোকা গ্রামের ৯ নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন আহত হয়।বুধবার (২০ নভেম্বর) সকাল ৮.৩০ মিনিটের সময় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার যের ধরে দলীয় কারণে ভিকটিমকে একা পেয়ে রাফসান (২৮) পিতা মুক্তার ফকির, খোকন (৩৫) পিতা ইসলাম ফকির ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে বাড়ির লোকজন ভিকটিমকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনার জেরে ধরে অপরপক্ষের বাহারুলের বাড়িতে গিয়ে রনি, বাটুল, রিপন, লিটন কাজী সালাম কাজী আশরাফুল ও তার সহযোগীরা ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে মুক্তার (৫০) পিতা: মৃত আলিম উদ্দিনকশেখকে কুপিয়ে রক্তাক্ত ও জখম করে ফেলে রেখে চলে যায়। পরবর্তীতে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে।এ ঘটনায় মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।