ধর্মপাশা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে বুধবার ভোর রাতে ওয়ারেন্ট ভোক্ত পলাতক আসামি মোঃ দুলাল মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানা পুলিশ।
ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এনামুল হক এর দিক নির্দেশনায় এসআই সাব্বির আহসান, এস আই (নি:) সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ ধর্মপাশা থানা এলাকায় অভিযান পরিচালনা কালে সিআর-৮৬/২৪এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ দুলাল মিয়া , পিতা- আব্দুল হাসিম , গ্রাম -কামলাবাজ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
ধর্মপাশা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, বিশেষ অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভোক্ত আসামি মোঃ দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে।