পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৯ নভেম্বর(শুক্রবার) সকালে আশুগঞ্জ থানাধীন চরচারতলা গ্রামের সৈয়দ নজরুল ইসলাম সেতুর আশুগঞ্জ টোলপ্লাজার অনুমান ৩০ গজ পূর্বপাশে পাকা রাস্তার উপর এ অভিযান পরিচালনা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাবেদুর রহমান এর নির্দেশে আশুগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।আশুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহা: বিল্লাল হোসেন জানান, অভিযানকালে এসআই (নিরস্ত্র) গাজী রবিউল ইসলাম ফোর্স সহ উপরোক্ত ঘটনাস্থল হইতে আসামী শ্যামল বিশ্বাস(২৫) ও মোঃ মকবুল খান(২৩) দ্বয়ের হেফাজত হইতে ২৮০ বোতল ফেন্সিডিল ও একটি টাটা এক্স-২ ট্রাক উদ্ধারপূর্বক সাক্ষীদের সম্মুখে জব্দতালিকামূলে জব্দ করেন।
আসামীরা হলেন সিলেট জেলার জয়ন্তৈয়াপুর উপজেলার কাইতগ্রাম এলাকার চুরামনি বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস (২৫) ওএকই জেলা ও উপজেলার আসামপাড়া গ্রামের মো: ইসমাইল খানের ছেলে মোঃ মকবুল খান(২৩)।আশুগঞ্জ থানার ওসি আরও জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন।