অনলাইন সংস্করণ :
সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের প্রথম সভা আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে।
রোববার ইসি উপসচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয় ,নির্বাচন কমিশন অফিসের তথ্যসূত্রে জানা যায় সভায় সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। কমিশনারদের পাশাপাশি ইসি সচিব, অতিরিক্ত সচিবসহ নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন
নির্বাচন কমিশন (কার্যপ্রণালি) বিধিমালা ২০১০-এর বিধি ৩(২)-এর বিধান অনুযায়ী কমিশনের বিভিন্ন কার্যক্রম নিষ্পন্নের জন্য ০৪ নির্বাচন কমিশনারের নেতৃত্বে পৃথক ৪টি কমিটি গঠন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি প্রণয়ন। জাতীয় সংসদের সীমানা নির্ধারণসংক্রান্ত প্রাপ্ত আপত্তিসমূহের বিষয়ে কমিশনকে অবহিতকরণ এবং বিবিধ।