
মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ।
পারিবারিক আইনে সমতা আনি, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে করে ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
জলবায়ুর ঝুঁকিতে থাকা নারী শ্রমিকদের শোভন কাজের অধিকার এবং সামাজিক নিরাপত্তার জন্য ক্ষমতায়ন প্রকেল্পর আওতায় এবং ক্রিশ্চিয়ান এইড বাংলাদেশের সহায়তায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা ২ ঘটিকায় নগরের জয়নুল আবেদীন পার্কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানবন্ধন উপস্থিত বক্তারা বলেন নারীর উপর সকল প্রকার হয়রানি, নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ এবং প্রতিকারে সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান। এছাড়া নারীর ওপর যেকোন ধরনের সহিংসতা সংঘটনকারী ব্যক্তি ও তার প্রশ্রয় দানকারীর বিরুদ্ধে আইশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়া সহ নানা দাবী জানান বক্তারা।